রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের মন্তব্য মামলায় ক্লিনচিট মুখ্যমন্ত্রীকে

0
1

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কিছুদিন আগে। সেই মামলা থেকে এবার বাদ দেওয়া হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, এই ঘটনার সঙ্গে মুখ্যমন্ত্রী কোনও ভাবেই যুক্ত নন। তাঁকে এই মামলায় যুক্ত করা অযৌক্তিক। তাই এই মামলা থেকে বাদ দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

ঘটনার সূত্রপাত গত নভেম্বরে । নন্দীগ্রামে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্যে করে বসেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। তার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সরব হয় গেরুয়া শিবির-সহ বিশিষ্টজনেরাও। যদিও মন্ত্রী অখিলের এই মন্তব্যকে তাঁর দলের তরফেও সমর্থন করা হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদীকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রীর মন্তব্যের জন্য ক্ষমা চান খোদ মুখ্যমন্ত্রী মমতা।
কী বলেন মুখ্যমন্ত্রী ? তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতি খুবই সুন্দর মহিলা। অখিল অন্যায় করেছেন। আমি ধিক্কার জানাচ্ছি। বিধায়কের হয়ে ক্ষমা চাইছি। দুঃখপ্রকাশ করছি।’’