‘ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে’, টিম ইন্ডিয়াকে পরামর্শ মহারাজের

0
10

দীর্ঘদিন ধরে আইসিসি কোন টুর্নামেন্ট জেতেনি। বলা ভালো ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি। নকআউট পর্বে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে ভারতকে জিততে দেখতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”যে দেশের এত প্রতিভা রয়েছে, সেই দেশকে কখনই দূর্বল বলা যাবে না। অর্ধেক ক্রিকেটার সুযোগই পান না। আমি চাইব রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকরা যেন এই বিশ্বকাপ অবধি একই দল ধরে রাখে।”

এরপর সৌরভ বলেন, “যখন ওরা বিশ্বকাপে পৌঁছবে, তারা যেন চাপমুক্তভাবে খেলে। ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে, তাতে ট্রফি এল কি এল না যায় আসে না।”

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে, ভারত সকল ফর্ম‍্যাটে তিনটি ফাইনাল ও চারটি সেমিফাইনাল খেলেছে। কিন্তু ট্রফি জয় হয়নি।