নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত

0
2

নিউজিল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। রবিবার কিউইদের ৬ উইকেটে হারাল হার্দিক পান্ডিয়ার দল। সিরিজের ফলাফল ১-১। ম‍্যাচের সেরা সূর্যকুমার যাদব।

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় কিউইরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন স্টানার। ফিন অ‍্যালন করেন ১১ রান। কনওয়ে করেন ১১ রান। ভারতের হয়ে দুটি উইকেট নেন অর্শদীপ সিং। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চ‍্যাহাল, দীপক হুডা এবং কুলদীপ যাদব।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ২৬ রানে অপরাজিত থাকেন তিনি। ১৫ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। ১১ রান করেন শুভমন গিল। ১৯ রান করেন ইশান কিষান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন মিচেল ব্রেশওয়েল এবং ইশ সোদি।