মাদার হাউসে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

0
1

সকালে দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple) পুজো। আর বিকেলে মাদার হাউসে (Mother House) শ্রদ্ধা নিবেদন। এভাবেই রবিবারটা কাটালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সকালে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দেন রাজ্যপাল। বিকেলে চারটের একটু পরে মাদার হাউসে যান তিনি। তাঁকে বরণ করে নেন সিস্টাররা। মাদার টেরিজার (Mother Teresa) আর্তের সেবায় জীবন উৎসর্গ করার কথা ও সেই আদর্শে চলার কথা বলেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)।

বাংলায় আসায় পর থেকেই বাংলার সংস্কৃতি ভাষা সহ সবকিছুকে আপন করে নিয়েছেন সিভি আনন্দ বোস। সুভাষচন্দ্র বসু যে তাঁর আদর্শ এবং সে কারণেই তার নামের সঙ্গে জুড়েছে বোস উপাধি তাও জানিয়েছেন রাজ্যপাল। আগেই তিনি মাদার হাউসে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। রবিবার বিকেলে সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল।