৩৫০০ ড্রোনের আলোকমালার ঝলকানিতে সেজে উঠল ‘বিটিং দি রিট্রিট’

0
4

নয়াদিল্লি সাক্ষী থাকল এক অদ্ভুত ঘটনার। দেশীয় প্রযুক্তিতে তৈরি অন্তত ৩৫০০টি ড্রোন রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলসের মাথায় তৈরি করল মায়াবি আলোর মালা। সেই আলোর ঝলকানিতে কখনও ফুটে উঠল কোনও স্বাধীনতা সংগ্রামীর ছবি, কখনও বা সেখানে ধরা দিল দেশের জাতীয় পতাকা, সংসদ ভবন।

নয়াদিল্লির কর্তব্যপথে ‘বিটিং দি রিট্রিট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাবাহিনীর মিউজিক ব্যান্ড রবিবার সন্ধ্যায় কুচকাওয়াজের সময় বাদ্যযন্ত্রের সাহায্যে ২৯টি ভারতীয় সুরের মূর্ছনা তৈরি করল।যদিও মূল আকর্ষণ ছিল ‘ড্রোন শো’।যা দেখে মুগ্ধ উপস্থিত সবাই। বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, দেশে এত সংখ্যক ড্রোনকে এর আগে কখনও দেখা যায়নি। তবে বৃষ্টিভেজা দিল্লি অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটায়।