জগৎবল্লভপুরে বধূর অস্বাভাবিক মৃ*ত্যু, কাঠগড়ায় স্বামী-শ্বশুরবাড়ি

0
2

ফের শ্বশুরবাড়ির অত্যাচারে বধূ মৃত্যুর ঘটনা। উত্তেজনা ছড়াল হাওড়ার (Howrah) জগৎবল্লভপুরের সন্তোষপুর। পূজা মাঝি (Puja Majhi) নামে এক মহিলাকে শ্বশুরবাড়িতে খুন করা হয় বলে অভিযোগ।

শুক্রবার, গভীর রাতে পূজার শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। শনিবার, সকালে ওই খবর সামনে আসতেই এলাকায় উত্তেজনার সৃষ্টি ছড়ায়। মৃতার স্বামী প্রত্যুষ মাঝির বাড়ি ভাঙচুর চালান স্থানীয়রা। পূজার বাপের বাড়ির অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করতেন। স্বামী প্রত্যুষ-সহ ২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জগৎবল্লভপুর থানার পুলিশ।