কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

0
2

কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের ফাইনালে মেয়েদের লাল-হলুদ ব্রিগেড ১-০ গোলে হারাল শ্রীভূমি এফসি কে। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সুলঞ্জনা রাউল। ৮৭ মিনিটে হেডে গোল করে ইস্টবেঙ্গলকে কন‍্যাশ্রী কাপ চ‍্যাম্পিয়ন করেন তিনি।

এদিন ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণের খেলা জমে ওঠে। টান টান উত্তেজনার ফাইনাল ম‍্যাচের দায়িত্ব ছিলেন ফিফা এলিট প‍্যানেলের রেফারি কনিকা বর্মন। ম‍্যাচের প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি কোন দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। যার ফলে ম‍্যাচের ৮৭ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন সুলঞ্জনা।

এদিন কন‍্যাশ্রী কাপের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ‍্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। ছিলেন আইএফএ-এর সভিপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বান দত্ত-সহ অনেকেই।

আরও পড়ুন- SSC Recruitment: নবম-দশমে ১৩৮৪২ টি শূন্যপদে শিক্ষক নিয়োগে তৎপরতা রাজ্যের