ফের বিপাকে সিআরসেভেন, পরতে পারেন বড়সড় শাস্তির মুখে : রিপোর্ট

0
2

বড়সড় শাস্তির মুখে পরতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইতালির ক্লাব জুভেন্তাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলবদলের সময় আর্থিক অনিয়মের। ইতিমধ্যেই সেই শাস্তি হিসাবে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইতালির এই ক্লাবের কাছ থেকে। যার ফলে লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান থেকে একেবারে নেমে গিয়েছে তারা দশম স্থানে। এবার জানা যাচ্ছে সেই অভিযোগে সেই সময় জুভেন্তাসে খেলা ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। আর সেই সময় জুভেন্তাস দলে ছিলেন রোনাল্ডো। তাই তদন্তে রোনাল্ডো দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। আর শাস্তি হিসাবে ১ মাসের জন্য নির্বাসিত হতে পারেন সিআরসেভেন। সেক্ষেত্রে সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে ১ মাস মাঠে নামতে পারবেন না তিনি।

গত বছর থেকেই তদন্ত শুরু হয়েছিল জুভেন্তাসের বিরুদ্ধে ট্রান্সফার সংক্রান্ত আর্থিক অনিয়ম এবং অসত্য মূলধন লাভের অভিযোগ ওঠায়। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ক্লাবের আর্থিক ক্ষতির তথ্য উঠে এসেছে সেই তদন্তে। প্রাথমিক ভাবে আর্থিক অনিয়ম প্রমাণিত হওয়ায় ইতালির ফুটবল ফেডারেশন জুভেন্তাসের ১৫ পয়েন্ট কেটে নিয়েছে।যদিও ক্লাব কর্তৃপক্ষ চলতি মরশুমেই শাস্তি প্রত্যাহার করার আবেদন জানানোর সুযোগ পাবেন। এক্ষেত্রে জুভেন্তাস কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ বলে দাবি করলেও ইতালির আদালত জানিয়ে দিয়েছে, ক্লাবে যথেষ্ট আর্থিক অসঙ্গতি রয়েছে।