Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
9

১) ভারত-নিউজিল‍্যান্ড প্রথম টি-২০ ম‍্যাচে হার ভারতের। শুক্রবার নিউজিল্যান্ডের কাছে ২১ রানে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে সিরিজে ১-০ পিছিয়ে গেল টিম ইন্ডিয়া।

২) ভারতীয় দলের ম‍্যাচ দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচীর ভিভিআইপি বক্সে সস্ত্রীক হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্যালারি তাঁকে দেখে আগের মতোই উত্তাল।

৩) ভারতীয় দলে সারফারাজ খানের জায়গা না হওয়া নিয়ে মুখ খুললেন জাতীয় নির্বাচক শ্রীধরন শরথ। তিনি বলেন, সরফরাজ আমাদের নজরে রয়েছে। ওকে অবশ্যই সুযোগ দেওয়া হবে।

৪) অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে মেলবোর্নের রড ল্যাভার এরিনায় তিনি সেমিফাইনালে হারালেন আমেরিকার টমি পলকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-১, ৬-২ ।

৫) ঘরের মাঠে মরশুমের প্রথম হার বাংলার। এলিট গ্রুপের শেষ ম‍্যাচে ইডেনে ওড়িশার কাছে ৭ উইকেটে হারল মনোজ তিওয়াড়ির দল। আর এই হারের ফলে বাংলার অপাজিত থাকার দৌড় থামল।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট Breakfast news