কিউইদের কাছে প্রথম ম‍্যাচ হেরে রাঁচির পিচকে কাঠগড়ায় তুললেন হার্দি

0
2

শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের কাছে প্রথম টি-২০ ম‍্যাচ হারে ভারতীয় দল। কিউইদের কাছে ২১ রানে হারে টিম ইন্ডিয়া। আর এই হারের পর পিচকে কাঠগড়ায় তুললেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বল, রাঁচির পিচ বুঝতে পারিনি।

শুক্রবার ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” আমার মনে হয় বল এভাবে ঘুরবে সেটা কেউ বুঝতে পারেনি। দুটো দলের কাছেই চমক ছিল। ভেবেছিলাম পুরনো বলে স্পিন হবে। কিন্তু নতুন বলে অনেক বেশি স্পিন হয়েছে। তবে উইকেটের দোষ দেওয়া যাবে না। সবরকম উইকেটে খেলতে হবে আমাদের।”

এখানেই না থেমে হার্দিক আরও বলেন,” এই উইকেটে ১৬০ রান ঠিক ছিল। কিন্তু শেষ দিকে আমরা খারাপ বল করেছি। শেষ ওভারে ২৭ রান দিয়েছি। তবে দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। এই ধরনের ম্যাচ থেকে ওদের শিক্ষা নিতে হবে।”

তবে ম‍্যাচ হারলেও সূর্যকুমার যাদবের প্রশংসা করলেন হার্দিক। তিনি বলেন,” সূর্য যতক্ষণ খেলছিল, আমরা খেলায় ছিলাম। ও আউট হতেই চাপ হয়ে গেল। শেষ দিকে ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিল। কিন্তু জরুরি রান অনেক বেশি হয়ে গিয়েছিল।”