এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না, হাতেখড়ি নিয়ে ফের রাজ্যপালকে কটাক্ষ দিলীপের

0
1

রাজ্যপালের  হাতেখড়ি নিয়ে ফের বেনজির আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি  দিলীপ ঘোষের।কী বললেন দিলীপ ? তাঁর বক্তব্য, এসব ওনার মোটেই শোভা পায় না। শুক্রবার সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণ সেরে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে এক চা চক্রে মিলিত হয়েছিলেন দিলীপ।সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার যদি জয় বাংলা স্লোগান দিতে পারে তাহলে উনি কেন দিতে পারবেন না? উনি তো সরকারের সঙ্গেই আছেন।

এরপরই রাজ্যপালকে দিলীপের আক্রমণ, যে কিছু জানে না তারই হাতেখড়ি হয়, এটাই আমরা জানি। যিনি সব জেনে গিয়েছেন, তাঁর আবার কীসের হাতেখড়ি? এটা তো হয় না। আমাদের দেশে পদ্ধতি আছে। মা সরস্বতীর সামনে বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হয়, কলম দেওয়া হয়। রাজ্যপাল তো বিদ্বান। এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন।

তিনি আরও বলেন, রাজ্যপালের পদের গরিমা আছে। এটা সাংবিধানিক পদ। এসব ছোটখাটো বিষয়ে ওনার না যাওয়াই উচিত। ওঁর অনেক জ্ঞান। একসময় এ রাজ্যে ব্যাঙ্কে চাকরি করতেন। ফলে কম বেশি বাংলা জানেন। ভাষা শেখাটা আমাদের সিস্টেমের মধ্যেই আছে। সকলের শেখা উচিত। তাতে সংহতি বাড়ে। রাজ্যপাল বিদ্বান, সচেতন। আমরা আশা করব আগামী দিনে সেরকম ব্যবহার করবেন, যাতে ওই পদের গরিমা বজায় থাকে। কেউ প্রশ্ন না তুলতে পারে।