অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ

0
3

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচ। শুক্রবার সেমিফাইনালে মেলবোর্নের রড ল্যাভার এরিনায় তিনি সেমিফাইনালে হারালেন আমেরিকার টমি পলকে। ম‍্যাচের ফলাফল ৭-৫, ৬-১, ৬-২ । এই জয়ের ফলে দশমবার অস্ট্রেলিয়ান ওপেন জেতার সামনে দাঁড়িয়ে নোভাক জকোভিচ। ফাইনালে জোকারের সামনে গ্রিসের টেনিস খেলোয়াড় স্টেফানোস চিচিপাস।

এদিন ম‍্যাচে জকোভিচ আমেরিকান টমি পলকে বিধ্বস্ত করে দেন। প্রথম সেটে টমি কিছুটা লড়াই চালিয়ে ফল করেছিলেন ৭-৫। তবে তারপরে আর দাঁড়াতেই পারেননি টমি। পরের দুটি সেটে ৬-১ ও ৬-২ জেতে নোভাক। সেমিফাইনালে প্রায় আড়াই ঘণ্টা লড়াই চলে। সেমিফাইনাল জিতে উচ্ছসিত নোভাক।