গুরুতর অসুস্থ অভিনেতা অন্নু কাপুর (Annu Kapoor)। বৃহস্পতিবারই তাঁকে দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আচমকা বুকে ব্যথা (Chest Pain) অনুভব করলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর।

হাসপাতাল সূত্রে খবর, ৬৬ বছর বয়সি অন্নু কাপুর কার্ডিওলজি বিভাগে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছেন তাঁকে। তবে অভিনেতা-গায়ক ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে খবর।

উল্লেখ্য, বহু বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অন্নু কাপুর। রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে প্রথমদিকে জনপ্রিয় হন তিনি। তারপর একের পর এক ছবি করেন। ওয়েব সিরিজ থেকে বড় পর্দা; তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘ভিকি ডোনর’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন অন্নু। পাশাপাশি মিস্টার ইন্ডিয়া, তেজাব, রাম লক্ষ্মণ, ঘায়াল, ডরের মতো একাধিক সিনেমা করেছেন তিনি।











































































































































