ওড়িশার কাছে ৭ উইকেটে হারল বাংলা

0
3

ঘরের মাঠে মরশুমের প্রথম হার বাংলার। এলিট গ্রুপের শেষ ম‍্যাচে ইডেনে ওড়িশার কাছে ৭ উইকেটে হারল মনোজ তিওয়াড়ির দল। আর এই হারের ফলে বাংলার অপাজিত থাকার দৌড় থামল। এবারের রঞ্জিতে প্রথম হারের মুখ দেখল লক্ষ্মীরতন শুক্লার দল। তবে ম‍্যাচ হারলেও আগেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলা। শুক্রবার ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১২ রান তুলে নেয় ওড়িশা। বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ২৭৬ রানে।

প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার মাশুল দিতে হল মনোজদের। তুলনায় দুর্বল ওড়িশার কাছে হারতে হল রঞ্জি ট্রফির গ্রুপের শেষ ম্যাচে। শুক্রবার সকালে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭৬ রানে। এরপর জয়ের জন্য ওড়িশার প্রয়োজন ছিল ১১২ রান। সহজেই সেই রান তুলে নেয় ওড়িশা।

তৃতীয় দিনের শেষে বাংলার দ্বিতীয় ইনিংসের রান ছিল ৩ উইকেটে ২২০। উইকেটে ছিলেন অভিমন্যু ঈশ্বরণ এবং অধিনায়ক মনোজ তিওয়াড়ি। বৃহস্পতিবারই শতরানের ইঙ্গিত ছিল অভিমন্যুর ব্যাটে। তিনি হতাশ করেননি দলকে। তাঁর ব্যাট থেকে এল ১০১ রানের ইনিংস। ১৪টি চার দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংস। শতরান করলেও দলকে জয় এনে দিতে পারলেন না তিনি। অনুষ্টুপকে ছাড়া বাংলার ব্যাটিং লাইন আপ খাপছাড়া দেখিয়েছে।