একদিকে প্রজাতন্ত্র দিবস(republic day) অন্যদিকে বাঙালির প্রিয় সরস্বতী পুজো(Saraswati Puja)। অন্যান্য বার সরস্বতী পুজোর সকালে শীতের আমেজ থাকলেও এবার পুজোয় অভিমানী শীত ফলে কার্যত ঘেমে নেয়ে সরস্বতী পুজো পালন করছে রাজ্যবাসী। গত কয়েক দিন তাপমাত্রা উপরের দিকে থাকলেও বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা আরো খানিক ঊর্ধ্বমুখী।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে কিছুটা কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও। বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
গত কয়েক দিন ধরে সকালের দিকে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরেই রয়েছে বলে হাওয়া অফিস সূত্রের খবর। আবহবিদদের অনুমান, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে চলেছে। দাপট কমছে উত্তুরে হাওয়ারও। তবে, এই ঝঞ্ঝা কেটে গেলেই আবার তাপমাত্রা কিছুটা কমবে বলে আশ্বাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকেরা। তবে খাতায়-কলমে শীতের সকাল সূর্য দেবতার দাপটেও চেনা ছন্দে সরস্বতী পূজোর আমেজে মেতে রয়েছে আপামর বাঙালি।








































































































































