ভাঙড়ে সরস্বতী পুজোয় থিমের চমক, ”স্ট্যাচু অফ লিবার্টি” উদ্বোধনে আরাবুল

0
4

এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে সরস্বতী পুজোয় (Saraswati Puja) থিমের (Theme) চমক। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার সরস্বতী পুজো করে তাক লাগিয়ে দিল ভাঙড়ের (Bhangar) কুলবেড়িয়া গ্রাম। স্ট্যাচু অফ লিবার্টির (Statue of Liberty) আদলে সরস্বতীর মন্ডপ। ঝাঁ চকচকে এই মণ্ডপের উদ্বোধন করেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)।

নিউটাউন (Newtown) লাগোয়া কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার কুলবেড়িয়া গ্রামে সরস্বতী পুজোর থিম হিসাবে আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টিকে বেছে নেওয়া হয়েছে। প্রায় ১৩০ ফুট মণ্ডপের ওপর সুবিশাল স্ট্যাচু অফ লিবার্টি মূর্তি।

যেখানে গোটা মণ্ডপ জুড়ে লেজার রশ্মির খেলা। তার ভিতর সুসজ্জিতা বাগদেবীর মূর্তি শোভা পাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হিসাবে এই পুজোর আয়োজনে সামিল হন এলাকার হিন্দু-মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষ। ১৩ তম বর্ষে সবার নজর কাড়ল কুলবেড়িয়ার মাকালি সংঘ। গতকাল বুধবার এই পুজোর উদ্বোধন করেন ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম ও তৃণমূল নেতা সাবির শেখ।