সাধারণতন্ত্র দিবসে বাজারে এলো ভারত বায়োটেকের প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন

0
2

অবশেষে বাজারে এলো দেশের প্রথম কোভিড ভ্যাকসিন ইনকোভ্যাক(iNCOVACC)। সাধারণতন্ত্র দিবসের বিশেষ দিনে এই ভ্যাকসিন বাজারে নিয়ে এলো ভারত বায়োটেক(Bharat biotech)। ভোপালের আয়োজিত ইন্টারন্যাশনাল সাইন্স ফেস্টিভ্যালে এই ভ্যাকসিনের উদ্বোধন করেন ভারত বায়োটিকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা হাল্লা।

সংস্থার তরফে জানা গিয়েছে, ভারত বায়োটেকের এই ভ্যাকসিনের মূল্য প্রতি শটে ৩২৫ টাকা। এই দাম শুধুমাত্র সেই সেন্টার গুলির জন্য প্রযোজ্য হবে যারা ভারত সরকারের অন্তর্ভুক্ত। এর বাইরে বেসরকারি হাসপাতাল গুলিতে এই ভ্যাকসিনের দাম পড়বে ৮০০ টাকা প্রতি শট। পাশাপাশি করোনা ভ্যাকসিনের শিশি একবার খোলার পর দ্রুত তা নষ্ট হয়ে যায়। তবে এই নেজাল স্প্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করা সম্ভব। বুস্টার ডোজ হিসেবে ব্যবহৃত হবে এই ভ্যাকসিন। এমনকি কোভিশিল্ড বা কোভ্যাকসিন ব্যবহারকারি যে কেউ এর বুস্টারডোজ নিতে পারবেন।

এর পাশাপাশি ভারত বায়োটিকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা হাল্লা আরো জানিয়েছেন ইনকোভ্যাকের দীর্ঘদিনের চর্মরোগ নির্মূল করতে আরো একটি ভ্যাকসিন আনছে ভারত বায়োটেক। যার নাম Lumpi-ProVacInd। সংস্থার তরফে আশা করা হচ্ছে আগামী মাসেই বাজারে চলে আসবে নতুন এই ভ্যাকসিন।