ফের এলোপাথাড়ি গু*লি, তিন দিনে তিনবার হা*মলা আমেরিকায় !

0
1

মঙ্গলবারের মধ্যরাতে ফের গু*লি চলার ঘটনা মার্কিন মুলুকে। ঘটনাটি ঘটেছে আমেরিকার (America) ওয়াশিংটনের (Washington) ইয়াকিমায়। তিনদিনে এই নিয়ে তৃতীয়বার ব*ন্দুকবাজের হামলা। এক ভয়ের আবহ তৈরি হয়েছে হয়েছে আমেরিকায়। ঘটনার পর প্রশাসনের তরফ থেকে এলাকায় হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে।

জানা যায় মঙ্গলবার মধ্যরাতে ওয়াশিংটনের ইয়াকিমার একটি মার্কেটে আচমকাই গু*লি চলে। অভিযুক্ত ২১ বছর বয়সী এক ব*ন্দুকবাজ। ঘটনাস্থলে কমপক্ষে তিনজনের মৃ*ত্যু হয়। বেশ কয়েকজন আহ*ত হয়েছে বলেই খবর। এদিকে হাম*লার পরই গা ঢাকা দেয় বন্দু*কবাজ। ঘন্টাখানেকের মধ্যেই ওয়ার হাউসে অভিযুক্তির খোঁজ পায় পুলিশ। এরপর পুলিশ তাঁকে গ্রে*ফতার করতে গেলে, তিনি গু*লি চালিয়ে আ*ত্মহ*ত্যা করেন বলে জানা যাচ্ছে।