Kalikapur : মধ্যরাতে মহানগরীতে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ড !

0
1

মাঝরাতে ভ*য়াবহ অ*গ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত প্রায় ৫০ টি দোকান। কালিকাপুর বাজারে আ*গুন (Fire at Kalikapur Market) লাগার ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়ায় ।

আ*গুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও দমকলের (Fire Engine)তিনটি ইঞ্জিন অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে আ*গুন নিয়ন্ত্রণে এনেছে বলেই খবর। যেহেতু বাজারে এই ধরণের ঘটনা ঘটেছে তাই এটা নিছক দু*র্ঘটনা নাকি উদ্দেশ্য প্রণোদিতভাবে আ*গুন লাগানো হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হ*তাহ*তের সেরকম কোনো খবর নেই।