১০০ কেজির বেশি গাঁ*জাসহ আটজন গ্রেফতার

0
3

আট জনকে গ্ৰেফতার করল হুগলি জেলা গ্রামীণ  চন্ডীতলা থানার  পুলিশ।চন্ডীতলা থানার অন্তর্গত কলাছড়ায় নাকা চেকিংয়ের সময় এই আটজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান পাচারকারীর এক বড়সড় চক্রের সাথে এদের যোগাযোগ থাকতে পারে।
অভিযুক্তদের কাছ থেকে ১০০ কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।এরই পাশাপাশি, দুটি গাড়িও আটক করা হয়েছে।

চন্ডীতলা থানার পুলিশ ও হুগলির গ্রামীণ পুলিশের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হুগলির চন্ডীতলা থানার অন্তর্গত কলাছোড়ায় নাকাচেকিং চালানোর সময় দুটি চার চাকা গাড়িকে চেকিংয়ের সময় আটজনকে প্রথমে আটক করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করে গাড়ি দুটির মধ্যে থেকে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায়। দুটি গাড়ি সহ আটজন কে গ্রেফতার করে শ্রীরামপুর আদালতে তোলা হয়। আদালত সবাইকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।