জেলবন্দি মানিক ভট্টাচার্যকে ফের জরিমানা আদালতের

0
2

জেলবন্দি প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) ফের জরিমানা করল আদালত (Court)। ৫ লক্ষ টাকা জরিমানা করা হয় মানিককে। কারণ, OMR Sheet চেয়ে পাননি এক পরীক্ষার্থী। সেই প্রেক্ষিতেই এই নির্দেশ।

তথ্যের অধিকার আইনে ওএমআর শিট দেখতে চেয় ২০১৭-র এক টেট পরীক্ষার্থী সাহিলা পারভিন চেয়ে আবেদন জানান। নির্ধারিত টাকা দিয়ে আবেদন জানান বলে দাবি সাহিলার। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যথাযথ ওএমআর শিট দেয়নি বলে অভিযোগ। এই মামলাতেই মানিককে জরিমানা করে হয়।