এখনও চার্জশিট দিতে পারেনি ইডি, তবুও খারিজ অনুব্রতর জামিনের আর্জি

0
1

গ্রেফতারির পর বহু দিন কেটে গেলেও এখনও চার্জশিট দিতে পারেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির বিরুদ্ধে এমন অভিযোগ এনে জামিনের আরজি জানিয়ে ছিলেন গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মন্ডল। যদিও জামিন অধরাই রইল অনুব্রত মণ্ডলের। আর্জি খারিজ করল দিল্লির রাউস এভিনিউ কোর্ট।

গত বছর আগস্টে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। তদন্তকারীদের দাবি, তাঁর প্রচুর হিসাব বহির্ভুত সম্পত্তি নামে-বেনামে রয়েছে। এরপরই ইডি’র নজর পড়ে অনুব্রতর উপর। তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, মেয়ে সুকন্যাকে দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেফতার করে ইডি।

এদিকে তদন্তের স্বার্থে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সেই মর্মে মামলাও দায়ের হয়। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, তাঁকে দিল্লি নিয়ে গিয়ে প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে জেরা করলে অনেক রহস্যের জট খুলবে। আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। এর আগে তাঁর জামিনের আরজি খারিজ হয়ে গেল রাউস অ্যাভিনিউ কোর্টে।

আরও পড়ুন- অনলাইনে লুডো খেলতে গিয়ে পাক কন্যার সঙ্গে প্রেম উত্তরপ্রদেশের ছেলের! তারপর যা হল…