আল নাসেরের হয়ে অভিষেক রোনাল্ডোর, প্রথম ম‍্যাচে সমর্থকদের হতাশ করলেন সিআরসেভেন

0
1

রবিবার অবশেষে আল নাসেরের হয়ে অভিষেক হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। গত বৃহস্পতিবার সৌদিতে প্রথম ম্যাচ খেলে ফেললেও, সেটা ক্লাবের জার্সিতে ছিল না। সেই ম‍্যাচে লিওনেল মেসিদের বিরুদ্ধে গোলও করেন তিনি। আর তাই রবিবার আল নাসেরের বিরুদ্ধে তাঁর অভিষেক দেখতে কানায় কানায় ভর্তি ছিল মাঠ। কিন্তু অভিষেক ম‍্যাচে হতাশ করলেন সিআরসেভেন। মাঠে নামলেন, কিন্তু পেলেন না একটিও গোল। রোনাল্ডো গোল না পেলেও ইত্তেফাক এফসিকে ১-০ গোলে হারায় আল নাসের।

ম‍্যাচে ৩১ মিনিটে আব্দুল মজিদের ক্রস থেকে হেডে গোল করেন আল নাসেরের তালিস্কা। রোনাল্ডো নিজে প্রভাব ফেলতে ব্যর্থ হলেও দলের জয়সূচক গোলের সময় উদযাপনে কার্পণ্য করেননি। ব্রাজিলিয়ান তারকার সঙ্গেই মাঠ ঘুরে উদযাপন করেন দলের জয়। খেলার একেবারে শেষ মুহূর্তে গোল করার একটি ভাল সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। কিন্তু তাঁর শট বার উঁচিয়ে চলে যায়। ম‍্যাচে পর্তুগিজ তারকা গোল করতে না পারলেও তাঁর পায়ে বল পড়লেই চিৎকার করেছেন আল নাসের সমর্থকরা।

প্রথম ম্যাচে গোল করার অনেক চেষ্টা করেন রোনাল্ডো। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটও মারেন। এমনকি বক্সের মধ্যে বাইসাইকেল কিকও নেন। কিন্তু কোনও ক্ষেত্রেই গোলের দরজা খুলতে পারেননি সিআরসেভেন।