২৫শে পা দিল নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ! গর্বের মুহূর্ত, বললেন সত্যম রায়চৌধুরী

0
1

পথ চলা শুরু হয়েছিল ২৫ বছর আগে। সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে উদযাপিত হল নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের(NSEC) রজত জয়ন্তী বর্ষ। আজকের দিনে দাঁড়িয়ে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ একটি ‘রোল মডেল’।

নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির আচার্য সত্যম রায়চৌধুরী (Satyam Roychowdhury) বলেন, ‘‌যখন কলেজের জন্য সরকারের থেকে প্রয়োজনীয় অনুমতি পেলাম তখন ভাবা যায়নি এই কলেজ আজ এতবড় জায়গায় পৌঁছবে।’‌ তাঁর ভাষায়, ‘‌শুরুটা হয়েছিল ১৮০ জন পড়ুয়া নিয়ে। এখন এখানকার হাজারের ওপর পড়ুয়া বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন এবং তাঁরা পেশাগতভাবে ভাল জায়গায় প্রতিষ্ঠিত। আজকের মুহূর্তটা সত্যি গর্বের।’‌ আগামীদিনে কলেজের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে এদিন শিক্ষক এবং পড়ুয়াদের তিনি আহ্বান জানান। কলেজের ডিরেক্টর ড. হৃষিকেশ মণ্ডল বলেন, ‘‌২৫ বছর ধরে এখানে শিক্ষা ব্যবস্থাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’‌ দুদিন ব্যাপী এই রজত জয়ন্তী উৎসবে সোমবার ছিল ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল চন্দ্রবিন্দুর গান।

আরও পড়ুন- দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টি সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল