মার্টিনেজের অশ্লী*ল অঙ্গভঙ্গির নকল করে শিরোনামে এমবাপে

0
3

২০২২ কাতার বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজের অশ্লী*ল অঙ্গভঙ্গির নকল করলেন পিএসজি সুপারস্টার কিলিয়ান এমবাপে। কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পুরস্কার পেয়ে গোপনা*ঙ্গের কাছে পুরস্কার নিয়ে অশ্লী*লতায় মেতেছিলে মার্টিনেজ। সেই নিয়ে বেশ হইচই পরে যায় ফুটবল বিশ্বে। আর এবার সেই একই কর্মকাণ্ড করলেন এমবাপে। যেই কারণে শিরোনামে পিএসজি সুপারস্টার।

বিশ্বকাপে ভাল খেলায় ফ্রান্স ফুটবল সংস্থা পুরস্কার দিয়েছে এমবাপেকে। সেই পুরস্কার নেওয়ার পরে অনুশীলন শেষে এমবাপেও মার্টিনেজের মতো একই ভঙ্গি করেন। যেই ভিডিও ভাইরাল ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়।

এমনিতেই ফরাসি সুপারস্টারের সঙ্গে মার্টিনেজের সম্পর্ক আদায়-কাঁচকলায়। বিশ্বকাপ ফাইনালের পরেই মার্তিনেজ এমবাপেকে অপমান করে গান গেয়েছিলেন লকাররুমে। তারপরে দেশে ফিরে দেশজ সতীর্থদের সঙ্গে বিশ্বকাপ জয় সেলিব্রেশন করার সময় তাঁর হাতে দেখা গিয়েছে এমবাপের মুখ বসানো পুতুল।

আরও পড়ুন:মোহনবাগানে ফিরলেন গ্লেন মার্টিন্স, বাগান ছাড়লেন রড্রিগেজ