দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেট্টি সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল

0
2

সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। দীর্ঘদিনের বান্ধবী সুনীল শেট্টি কন্যা আথিয়া শেট্টির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় দলের এই তারকা ওপেনার। একেবারে ঘরোয়া আবহে সম্পন্ন হয় এই বিয়ে। রাহুল-আথিয়ার বিবাহ অনুষ্ঠানে সাক্ষী থাকল দম্পতির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাহান’-এ বসেছিল বিয়ের আসর।

এদিন ক্রিম রঙের লেহেঙ্গায় সেজেছিলেন আথিয়া। স্ত্রীয়ের পোশাকের সঙ্গে মানানসই বেশে দেখা গেল রাহুলকেও। ক্রিম রঙের শেরওয়ানি পড়েছিলেন রাহুল।

 

View this post on Instagram

 

A post shared by Athiya Shetty (@athiyashetty)

এদিন তিথি মেনে বিকাল ৪.১৫-তে সাতপাকে বাঁধা পড়েন তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা মেটবার খবর আগেই জানিয়েছিলেন সুনীল শেট্টি। সোমবার বিকেলে খন্ডালার ফার্মহাউজ থেকে বেরিয়ে সুনীল শেট্টি সাংবাদিকদের উদ্দেশে হাসিমুখে বিয়ের কথা ঘোষণা করেন। মেয়ের বিয়ের জন্য দক্ষিণী স্টাইলে সেজেছিলেন সুনীল শেট্টি। আর সন্ধ্যা নামতেই বিয়ের প্রথম ছবি শেয়ার করেন রাহুল-আথিয়া।

আরও পড়ুন:আইসিসির ২০২২ বর্ষসেরা টি-২০ দলে ভারতের তিন তারকা, দেখে নেওয়া যাক একনজরে