হকি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের কারণ হিসাবে সুযোগ নষ্টকে দায়ী করলেন হকি ইন্ডিয়ার সভাপতি

0
1

রবিবার হকি বিশ্বকাপের ক্রসওভার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাডেন ডেথে হেরে হকি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। আর এই হারের জন্য খেলোয়াড়দের সুযোগ নষ্টকে দায়ী করছেন হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে।

এই হার নিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ টিরকে বলেন,”আমরা ম্যাচ জেতার প্রচুর সুযোগ পেয়েছি। আমরা আলোচনা করছিলাম যে ম্যাচ জিততে গেলে পেনাল্টি কর্নার কাজে লাগাতে হবে। কিন্তু আমরা একের পর এক সুযোগ হারিয়েছি। এরপর, আমরা পেনাল্টি শুটআউটে জেতার সুযোগ তৈরি করি। আমরা দুটো সুযোগ পাই। আমাদের গোলরক্ষক দুটি গোল বাঁচায়, আর আমাদের জেতার সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সেটিও আমরা হাতছাড়া করি।”

রবিবার ৩-১ গোলে এগিয়ে থেকেও ৩-৩ ফলে কিউইদের সঙ্গে ড্র করে ভারত। এরপর সাডেন ডেথে ৫-৪ ফলে পরাজিত হয় টিম ইন্ডিয়া। আর এর জেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় আয়োজক ভারত।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস