মা*দক পরীক্ষার পর ৬০০ দিনেও মেলেনি জামিন, কারণ জানতে স্বরাষ্ট্রসচিবকে তলব হাই কোর্টে

0
1

মাদক পরীক্ষার পর পেরিয়েছে প্রায় ৬০০ দিন।তবু মেলেনি জামিন।মামলাকারীর অভিযোগ শুনে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালীকাকে তলব করেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্রসচিবকে।
ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি। জাহাঙ্গির মণ্ডল নামে এক যুবককে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। অভিযোগ, তাঁর থেকে পাওয়া যায় মেথামফেটামাইন জাতীয় মাদক। রাজ্যে এই ধরনের মাদক পরীক্ষার জন্য পরীক্ষাগার নেই।তাই, নমুনা পাঠানো হয় গাজিয়াবাদের একটি পরীক্ষাগারে। জাহাঙ্গিরের অভিযোগ, সেই নমুনা পাঠানোর পর প্রায় ৬০০ দিন কেটে গেলেও রিপোর্ট মেলেনি। তাই জামিনের আবেদন করেছেন জাহাঙ্গির। বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার জাহাঙ্গিরের ওই আবেদনের শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
রাজ্য ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরির অধিকর্তা আদালতে জানিয়েছেন, এমন নমুনা পরীক্ষা করার কোনও পরিকাঠামো নেই রাজ্যে। এর পর, বিচারপতি বলেন, শুধুমাত্র এই জন্য একজন অভিযুক্তকে ৬০০ দিন ধরে জেলে আটক করে রাখা যেতে পারে? এ নিয়ে রাজ্যের ভাবনা কী, তা জানতে স্বরাষ্ট্রসচিবকে সশরীরে হাই কোর্টে তলব করেছেন বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতে হাজিরা দেওয়ার।