নেতাজির অদম্য ইচ্ছাশক্তিকে প্রণাম: সুভাষের জন্মবার্ষিকীতে টুইট অভিষেকের

0
1

দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর(Netaji Subhash Chandra Bose) ১২৬ তম জন্মদিন(birth anniversary) পালিত হচ্ছে গোটা দেশজুড়ে। জন্মবার্ষিকীতে মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে স্মরণ করে টুইট করলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। টুইটারে তিনি লিখলেন, যে ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়িত করতে লড়াইয়ের অঙ্গীকার করি এই বিশেষ দিনে।

সোমবার নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকীতে টুইটারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে প্রণাম জানাই। তিনি আমাদের দেখিয়েছেন যে বীরত্ব সততার সাথে আসে এবং এর কোন সহজ বিকল্প নেই। আসুন আমরা আমাদের দেশাত্ববোধ জাগ্রত করে নেতাজিকে সম্মান করি। এবং যে ভারতের স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়িত করতে লড়াইয়ের অঙ্গীকার করি এই বিশেষ দিনে।