হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

0
3

হকি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতীয় দল। ৪৭ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতীয় হকি দলের। কোয়ার্টার ফাইনালের আগেই ক্রসওভার রাউন্ডে বিদায় ভারতের। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ গোলে অমীমাংসিত থাকার পর নিউজিল্যান্ডের কাছে পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল হরমনপ্রীত কৌরের দল।শ্যুটআউটে গোলরক্ষক পি আর শ্রীজেশ তিনটি ভাল সেভ করলেও ভারতকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। পরিবর্ত গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলি পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থাকল ভারতের।

ম্যাচে একটা সময় ৩-১ গোলে এগিয়ে থেকেও রক্ষণের ব্যর্থতায় কাপ স্বপ্ন শেষ হরমনপ্রীতদের। খেলার শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতেই রেখেছিল ভারত। নিউজিল্যান্ড রক্ষণে একের পর এক আক্রমণ তুলে এনেও প্রথম কোয়ার্টারে গোলমুখ খুলতে পারেনি ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোলের খাতা খুলে ফেলে হরমনপ্রীত সিংয়ের দল। ১৮ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন ললিতকুমার উপাধ্যায়। ২৫ মিনিটে পাল্টা প্রতি-আক্রমণে ব্যবধান বাড়ায় ভারত। পেনাল্টি থেকে গোল করেন সুখজিৎ সিং। দু’গোলে এগিয়ে থেকে সাবধানী হকি খেলা শুরু করে ভারত। মনপ্রীত, সুখজিতরা একটু রক্ষণাত্মক হতেই পাল্টা চাপ বাড়িয়ে এক গোল শোধ করে দেয় নিউজিল্যান্ড। গোল করেন সম লেন। তৃতীয় কোয়ার্টারে ৪১ মিনিটে ফের গোল করে ব্যবধান ৩-১ করে ভারত। পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে গোল করেন বরুণ।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই আরও একটি গোল শোধ করে ম্যাচে ফেরে নিউজিল্যান্ড। শ্রীজেশকে পরাস্ত করে পেনাল্টি কর্নার থেকে গোল করেন কেন রাসেল। খেলার শেষ কোয়ার্টারে নিউজিল্যান্ড ম্যাচে সমতা ফেরায়। গোল করেন সিন ফ্রেন্ডলি। ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার মিস করেন ভারতীয়রা।