প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরে ফের বিস্ফোর*ণ! আ*হত পুলিশকর্মী

0
1

প্রজাতন্ত্র দিবসের আগে জম্মু ও কাশ্মীরে পর পর বিস্ফোরণ। গত ২৪ ঘণ্টায় তৃতীয় বার বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। এ বার বিস্ফোরণটি হয়েছে জম্মুর সিদদার বাজালতা এলাকায়।

আরও পড়ুন:বো*মাতঙ্ক: মস্কো থেকে গোয়াগামী বিমানের অবতরণ উজবেকিস্তানে

শনিবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পুলিশ জানিয়েছে, একটি ডাম্পার ট্রাকের ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণ ঘটেছে। শনিবার মধ্যরাতের কিছু পরে টহলরত এক পুলিশকর্মী একটি ট্রাক আটকান। তল্লাশির জন্য ট্রাকটি আটকানোর কয়েক মুহূর্তের মধ্যে তার ইউরিয়া ট্যাঙ্ক ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা।

বিস্ফোরণ জখম হয়েছেন এক পুলিশকর্মী। জানা গেছে তিনি চিকিসাধীন অবস্থায় স্থানীয় সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন । তা।র অবস্থা স্থিতিশীল বলে সেনা সূত্রে খবর।

ইউরিয়া ট্যাঙ্ক ট্রাকের ইঞ্জিন থেকে দূষিত পদার্থ সরিয়ে ইঞ্জিন পরিষ্কার রাখতে সাহায্য করে। সেই ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এটি নিছক কোনও দুর্ঘটনা নয়। এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে।