ধর্মতলায় পুলিশের উপর হা*মলার অভিযোগ। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)-সহ ১৮ জনের জামিনের আবেদন খারিজ। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ (Police) হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। ধৃতদের মধ্যে একটি নাবালকও রয়েছে। তার জামিনও খারিজ হয়ে গিয়েছে। হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার, ধর্মতলায় ISF-র মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা বিক্ষোভকরীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জন। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র-সহ গোলমাল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। রবিবার, তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে এক নাবালকও ছিল। সকলেরই জামিন খারিজ করে দেয় ব্যাঙ্কশাল আদালত। ধৃত নাবালক ISF কর্মীকে ২৪ জানুয়ারি পর্যন্ত হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ২৪ তারিখ তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দেন তিনি। নওশাদ-সহ ১৮ জনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, এদিন সকাল থেকে ফের আদালত চত্বরে উত্তেজনা তৈরি চেষ্টা করেন ISF-র কর্মী-সমর্থকরা। কিন্তু কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসন।
আরও পড়ুন- সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি: কড়া নিরাপত্তা ব্যবস্থা, সীমানায় নজরদারি






































































































































