ভেজাল দুধ (adu*lterated milk) বিক্রি করার অভিযোগ দায়ের করা হয়েছিল ১৯৯০ সালে। তারিখ ছিল এপ্রিল ২১, অভিযোগ দায়ের করেছিলেন ফুড ইন্সপেক্টর(Food Inspector) সুরেশ চাঁদ নামে এক ব্যক্তি। কিন্তু অভিযোগ করাই সার, তারপর থেকে তদন্তের আর কোনও অগ্রগতি হয় নি। অবশেষে রায় ঘোষণা করল উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুজফ্ফনগরের একটি আদালত। এত বছর আগের করা একটা অভিযোগের ভিত্তিতে অভিযুক্তর মাত্র ছয় মাসের জেল আর ৫০০০ টাকা জরিমানা করল আদালত।
অনেকটা হিন্দি সিনেমার কায়দায় তারিখের পর তারিখ হিসেবটা মিলে যায় উত্তরপ্রদেশের এই ঘটনায়। সাধারণ মানুষ বারবার বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তোলেন কেন, তার স্পষ্ট প্রমাণ মিলল । প্রায় তিন দশক আগে যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলার রায় বেরতে কেটে গেল ৩২ টা বছর। বিজেপি শাসিত উত্তর প্রদেশের এহেন বিচার ব্যবস্থার হাল দেখে চিন্তিত ওয়াকিবহল মহল। সাজাপ্রাপ্ত দুধ ব্যবসায়ীর নাম হরবীর সিং (Harveer Singh)। সরকারি আইনজীবী রাম অবতার সিং জানিয়েছেন, দুধ বিক্রেতা ভেজাল দুধের কারবার করেন, এই অভিযোগের ভিত্তিতে দুধের নমুনা সংগ্রহ করে তা ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষায় দেখা যায়, সত্যিই ওই দুধে ভেজাল মেশানো হয়েছে। এতদিন ধরে মামলা ঝুলে থাকার পর অবশেষে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন। আপাতত ছয় মাসের জন্য কারাগারেই থাকতে হবে ওই দুধ বিক্রেতাকে।