এক সান্ধ্য আড্ডা নিয়ে উত্তর কলকাতার তৃণমূল রাজনীতি সরগরম। শুক্রবার রাতে দেখা যায় উল্টোডাঙায় তৃণমূল যুব কংগ্রেসের জেলা অফিসে রুদ্ধদ্বার বৈঠক চলছে, উপস্থিত নেতাদের মতে নিখাদ আড্ডা। দেখা যায় তাপস রায়, অতীন ঘোষ, কুণাল ঘোষ, অনিন্দ্য রাউত, অমল চক্রবর্তী, শান্তিরঞ্জন কুণ্ডু, অয়ন চক্রবর্তী, শচীন সিং, মৃত্যুঞ্জয় পাল, প্রিয়দর্শিনী ঘোষকে। সবাই আসার আগেই ঘুরে যান আরও তিন পুরপিতা, ওয়ার্ডে কর্মসূচি থাকায় তাঁরা অপেক্ষা করতে পারেননি। এনিয়ে খবর ছড়িয়ে পড়ে। সকলেই একবাক্যে বলেছেন, নিখাদ আড্ডা। অনেকদিন মুখোমুখি গল্পগুজব হয়নি, তাই একসঙ্গে বসা। তাছাড়া শান্তি কুণ্ডু জেলা যুব দপ্তর করার পর একদিন বসা হবে বলেও কথা হয়েছিল। একাংশ রটায় জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বৈঠক। কিন্তু অতীন ঘোষ, কুণাল ঘোষ এবং উপস্থিত আরও একাধিকের সঙ্গে সুদীপবাবুর সম্পর্ক ভালো। তবে তাৎপর্যপূর্ণভাবে মানিকতলা কেন্দ্রের অধীন এলাকায় বৈঠক হলেও দেখা যায়নি পান্ডে পরিবারের কাউকে। এনিয়েও শনিবার সকাল থেকে চর্চা চলছে। সূত্রের খবর, তৃণমূল যুব সভাপতি হিসেবে শান্তি যথেষ্ট ভালো করছেন। কিন্তু সেসব কাজে কিছু বাধা আসছে। তাই সিনিয়র- জুনিয়র সকলেই শান্তির পাশে থাকতে প্রস্তুত। শান্তির অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের ছবি জ্বলজ্বল করছে। বোরো চেয়ারম্যান অনিন্দ্য রাউতও অনেকটা এলাকা জুড়ে কাজ করছেন। এই অবস্থায় শুক্রবারের আড্ডা নিয়ে চর্চা আর আড্ডায় থেমে নেই। ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি সারা রাজ্যে যা চলছে, তারও প্রভূত প্রশংসা হয় আড্ডায়।