সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার শা*স্তি পাবেন সেলিব্রেটিরা !

0
2

এবার থেকে আরও সতর্কভাবে সোশ্যাল মিডিয়ায় (Social media) প্রচার করতে হবে সেলিব্রেটিদের (Celebraty)। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলে এবার জরিমানার (fine) মুখে পড়তে হবে সেলিব্রেটি থেকে শুরু করে প্রভাবশালীদের। সেক্ষেত্রে টাকার অঙ্কটা প্রায় ৫০ লক্ষের মতো হতে পারে বলেই মনে করা হচ্ছে।

যত সময় যাচ্ছে ততই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রচারে সক্রিয় হচ্ছেন সেলিব্রেটিরা। সেটা সিনেমার প্রমোশন (Movie Promotion) হোক বা বিজ্ঞাপনের (Advertisement) প্রচার। কিন্তু অনেক ক্ষেত্রেই এটা করতে গিয়ে নানা রকমের বিভ্রান্তিমূলক তথ্য তাঁরা সমাজে ছড়িয়ে দিচ্ছেন বলেই অভিযোগ। তাই এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের। গ্রাহক সুরক্ষা আইনকে (Consumer Protection Act) সঠিকভাবে চালু করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কনজিউমার অ্যাফেয়ার্সের (Consumer Affairs) সচিব রোহিত সিং (Rohit Singh)। এখানেই শেষ নয় বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে, সম্প্রতি দুই বড় তারকাকেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের অতিরিক্ত সচিব তথা সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটির (CCPA) প্রধান নিধি খারে।

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেটিরা যেকোনও ধরনের প্রচার করতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে সেটি বিজ্ঞাপনের জন্যই তিনি প্রচার করছেন বলে স্পষ্ট করে দিতে হবে। তিনি যে পণ্য নিয়ে প্রচার করছেন সেই পণ্য সংক্রান্ত কোম্পানির কাছ থেকে তিনি কী কী সুযোগ-সুবিধা নিয়েছেন সেটা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে রাখতে হবে। যদি সেলিব্রেটিরা এই নিয়ম না মানেন তাহলে বিষয়টি সরকারের নজরে আসা মাত্রই প্রথমবার ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হবে। এরপরও যদি একই কান্ড ঘটে তাহলে জরিমানার পরিমাণ বেড়ে ৫০ লক্ষ টাকা পর্যন্ত হবে। আর ক্রমাগত এই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকলে বিষয়টিকে ‘অ*পরাধ’ বলে ধরে নেওয়া হবে। সেক্ষেত্রে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত ওই তারকার সোশ্যাল মিডিয়ার পণ্যের প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।