ধ*র্ষণের অভিযোগে গ্রেফতার দানি আলভেস

0
1

ধ*র্ষণের অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার দানি আলভেসের বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার হয়েছেন ব্রাজিলও এই ফুটবলারকে। স্পেনে আটক করা হয়েছে আলভেসকে। কাতার বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে নেইমারের পাশে দেখা গিয়েছে তাকে। তিনিই ছিলেন মরুদেশের বিশ্বকাপের সব থেকে বয়স্ক ফুটবলার। এবার সেই আলভেসের বিরুদ্ধেই যৌ*ন নিগ্রহের অভিযোগ উঠেছ, বার্সেলোনার এক নাইট ক্লাবে এক মহিলাকে যৌন নিগ্রহ করেছেন তিনি।

জানা যাচ্ছে, শুক্রবার আলভেসকে বার্সেলোনার একটি পুলিশ স্টেশনে হাজির হতে বলা হয়েছিল। আলভেস সেখানে আসার পরে তাঁকে জেরা করে পুলিশ। তারপরে বার্সেলোনার প্রাক্তন ফুটবলারকে গ্রেফতার করা হয়। শুক্রবারই আদালতে হাজির করানো হয় তাঁকে। বিচারক তাঁকে জেলের সাজা শোনান। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে আলভেরেসের বিরুদ্ধে। আলভেসের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু আদালতের আশঙ্কা, একবার ছাড়া পেলে পালিয়ে যেতে পারেন আলভেস। তাই আলভেসক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে।