নেতাজি সুভাষ চন্দ্রের জন্মবার্ষিকী (Neraji Birthday) এবং প্রজাতন্ত্র দিবসের (Republic day) প্রাক্কালে শহরের বুকে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবার বাড়তি নজর কলকাতা বিমানবন্দরের (Kolkata International Airport) নিরাপত্তায়। নারায়ণপুর (Narayanpur), কৈখালি (Kaikhali), গোপালপুর (Gopalpur), শরৎপল্লী, বাঁকড়া, মাইকেল নগর সহ বিভিন্ন জায়গায় অভিযান চালাল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)।
কলকাতায় না*শকতা মূলক কার্যকলাপ আটকাতে প্রশাসনিক তরফ থেকে কড়া পদক্ষেপ করার নির্দেশ আগেই এসেছে। এবার তৎপরতা বাড়ল সিআইএসএফ (CISF) কর্মীদের মধ্যেও। বিমানবন্দরের চারপাশে হামেশাই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কিংবা যানবাহনের দেখা মেলে। বেশ কিছুদিন ধরেই এই অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার নিরাপত্তার স্বার্থে অভিযান চালানো হল বিমানবন্দর সংলগ্ন এলাকাগুলোতে। মূলত আধিকারিকরা স্থানীয় মানুষজনকে বিভিন্ন বিষয়ে সতর্ক করার পাশাপাশি স্থানীয় থানার সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেছেন। বিমানবন্দরের চারপাশে সমাবেশ, বি*ক্ষোভ ও ইউনিয়ন কার্যক্রম করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিমানবন্দর সংলগ্ন আশপাশের রাস্তায় কোনও সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর কথাও বলা হয়েছে। অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপের ঘটনা আটকাতেই এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।