ফের বিমানে বোমাতঙ্ক। শনিবার রাশিয়ার(Russia) মস্কো থেকে গোয়াগামী(Goa) বিমানে বোমা রাখা রয়েছে বলে ইমেল আসে গোয়া ডাম্বোলিম বিমানবন্দরের ডিরেক্টরের কাছে। এরপর রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সতর্কতাবশত সন্দেহজনক ওই বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেনি। পরে বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় উজবেকিস্তানের(Ujbekistan) উদ্দেশে। ২৪৭ জন যাত্রীসহ সেখানে বিমানটি অবতরণ করে বিমানটি।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারিও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। সেবারও গোয়াগামী একটি বিমানে বোমা রয়েছে বলে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে ফোন করা হয়েছিল। এর জেরে মস্কো-গোয়া চার্টার্ড ফ্লাইটটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই বিমানে ছিল ২৪৪ জন যাত্রী। পরে গোয়ার বদলে জামনগর বিমানবন্দরে সুরক্ষিতভাবে অবতরণ করেছিল সেই বিমানটি। সেখানেই ওই বিমানে তল্লাশি শুরু হয়। তবে কোথাও বোমা পাওয়া যায়নি। প্রসঙ্গত ডাম্বোলিম, ভারতীয় নৌসেনার ঘাঁটি। এই আবহে পরপর ডাম্বোলিমগামী বিমানে বোমাতাঙ্ক ভাবাচ্ছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলিকেও।












































































































































