প্রতারণার শিকার আইসিসি, অ‍্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা: রিপোর্ট

0
1

প্রতারণার শিকার আইসিসি। জানা যাচ্ছে, কমপক্ষে ২৫ লাখ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় যা ২০ কোটি ৩০ লাখ টাকা ক্ষতির মুখে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির দুবাই অফিসের কর্মকর্তারা এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে রিপোর্টে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, আমেরিকার তদন্তকারী সংস্থা এফবিআই জানিয়েছে সাইবার অপরাধের শিকার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

রিপোর্ট অনুযায়ী এফবিআই জানিয়েছে, প্রতারকরা বিজনেস ই-মেল কম্প্রোমাইজ বা ই-মেল অ্যাকাউন্ট কম্প্রোমাইজ ব্যবহার করেছে। অনলাইন অপরাধের সব থেকে ক্ষতিকারক পদ্ধতি বলে জানিয়েছেন তদন্তকারীরা। যদিও আইসিসির তরফে এই ঘটনা নিয়ে কোনও কথা বলা হয়নি। গত বছর আইসিসির বোর্ডের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। জানা গিয়েছে, আইসিসির অভিযোগের ভিত্তিতেই এফবিআই তদন্ত শুরু করেছে। আইসিসির সঙ্গে যুক্ত অন্য কোনও সংস্থার জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। সংস্থার তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ। ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন:যৌ*ন হেনস্থার পর এবার খু*নের হুমকি দেওয়ার অভিযোগ উঠল ব্রিজভূষণ শরণ-এর বিরুদ্ধে