“দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে থানায় বিধায়ক! কিন্তু কেন?

0
2

“দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে এবার থানায় ”দিদির দূত”! কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে বৈঠকও করলেন স্থানীয় বিধায়ক। থানার বাউন্ডারির বাইরে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে দলের কর্মী-সমর্থকরা। হাওড়ার ডোমজুড়ের ঘটনা।

আরও পড়ুন:‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে খাবার-বিতর্ক, মোক্ষম জবাব দিলেন শতাব্দী

দলের জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে ”দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি পালন করলেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ। শুধু তাই নয়, দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে ঢুকে পড়লেন থানাতেও! বাঁকড়া তদন্তকেন্দ্রে গিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে বৈঠক করলেন বিধায়ক।


কিন্তু পার্টির কর্মসূচি নিয়ে হঠাৎ থানার মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতরে কেন? কল্যাণবাবু কারণ হিসেবে জানিয়েছেন, পুলিশ যাতে সাধারণ মানবিকতার সঙ্গে মানুষের অভিযোগ নেয়, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করতেই থানায় গিয়েছিলেন।