ঘোষিত নির্বাচনের দিন, ২৪ তারিখ ফের প্রচারে মেঘালয় যেতে পারেন অভিষেক

0
3

ভোট ঘোষণার দিনেই মেঘালয়ে উত্তর গারো পাহাড়ে সভা করেছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৪ জানুয়ারি ফের ভোটের প্রচারে মেঘের রাজ্যের যেতে পারেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, আগামী সপ্তাহেই মেঘালয় যেতে পারেন অভিষেক। ২৪ তারিখ তিনি শিলংয়ে (Shilong) প্রচার সভা করতে পারেন তিনি।

সূত্রের খবর, আগামী মাসে ফের মমতা-অভিষেক মেঘালয়ে (Meghalaya) একাধিক প্রচার সভা করবেন। আগেই মেঘালয়ের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ‘‘আমার প্রশ্ন মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে, নিজের রিপোর্ট কার্ড নিয়ে বেরোচ্ছেন না কেন? আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেরোচ্ছি। মুকুল সাংমা তার আগে রিপোর্ট নিয়ে বেরোবে। ‘উই কার্ড’-এর ইতিমধ্যেই সাড়ে তিন লাখ রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। গত দু’সপ্তাহে প্রায় ২ লাখ রেজিস্ট্রেশন সম্পূর্ণ ৷ আমরা এখানে সরকার গঠন করবই। মেঘালয়কে শাসন মেঘালয়ই করবে।’’

বর্তমানে মেঘালয়ে প্রধান বিরোধীদল তৃণমূল। এবার সেখানে ক্ষমতা দখলের লক্ষ্য জোড়াফুল শিবিরের। সেই মতো, বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে থেকেই সেখানে সভা করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেই মতোই ২৪ তারিখ সেখানে সভা করার কতা অভিষেকের। মেন্দিপাথারের সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘‘ভোট ঘোষণার দিন থেকেই এনপিপি ও বিজেপির জোটের শেষের শুরু। মেঘালয়ে সোনার দিন ফেরত আসবে। ইতিমধ্যেই আমাদের থিম সং যথেষ্ট জনপ্রিয় হয়েছে। আমি আগেও বলেছি আবার বলছি এই গারো পাহাড়ে বিজেপি-এনপিপি শূন্য পাবে ৷ এখান থেকে একটাও বিধানসভা আসন পাবে না। আগামী ৫০ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় আপনার আমার সঙ্গে থাকুন। মেঘালয়ে সোনার দিন ফেরাতেই হবে।’’