নির্বাসন নিয়ে কী বললেন দ‍্যুতি চাঁদ?

0
1

গত বুধবারই জাতীয় ডোপ বিরোধী সংস্থা নির্বাসিত করেছে দ‍্যুতি চাঁদকে। কিন্তু সেই খবরই নাকি জানেনই না ভারতের দ্রুততমা দৌড়বিদ। এছাড়াও এদিন দ‍্যুতি জানিয়েছেন, কোনও ধরনের নিষিদ্ধ ওষুধ তিনি নেননি। তবে দ‍্যুতি এটা জানিয়েছেন, বছর দেড়েক আগে একটি ওষুধ খেয়েছিলেন, যা থেকে নিষিদ্ধ ড্রাগ পাওয়া গেলেও যেতে পারে।

এক ওয়েবসাইটে দ‍্যুতি চাঁদ বলেন,” এর আগে ২০১৪-তেও একই ধরনের ঘটনা ঘটেছিল। হাইপারঅ্যান্ড্রোজেনিজম পরীক্ষার পর আমাকে পুরুষ প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করে জিতেছি।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” ২০২১-এ কোমরের চোট পাওয়ায় কিছু ওষুধ খেয়েছিলাম। তখন সামনে কোনও প্রতিযোগিতা ছিল না। ব্যথা কমাতেই ওই ওষুধগুলো খাওয়ার সিদ্ধান্ত নিই। জানি না এত দিন পর নমুনায় তার কোনও প্রভাব পড়েছে কিনা। হরমোনের ভারসাম্য ঠিক রয়েছে কিনা সেটাও দেখতে হবে। যদি সত্যি হয়, তা হলে আমার দ্বিতীয় নমুনা পরীক্ষা করার আবেদন জানাব।”