Weather Update : কমছে শীত, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

0
1

মাঘের শুরু থেকে কনকনে শীতের (Winter) দেখা সেভাবে মেলেনি, বরং চড়ছে তাপমাত্রার পারদ। এর মাঝেই বৃষ্টি (Rain) আর কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের (Alipore Weather Department) পূর্বাভাস, আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। কিন্তু বৃষ্টির (Rain Alert) ভ্রূকুটি এড়িয়ে যাওয়া যাচ্ছে না। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতের (North West India) প্রবেশ করার কারণে আগামী বুধ- বৃহস্পতিবার পর্যন্ত কনকনে শীত অনুভূত হবে না রাজ্যের কোনও জেলাতেই। যদিও আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি ছাড়াও দক্ষিণ ২৪ পরগণায় (South 24 Parganas) ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

জানিয়েছে গত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে।কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা থাকলেও বেড়া বাড়তেই আকাশ পরিষ্কার হবে। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে এবং সন্ধেবেলায় শীতের আমেজ থাকবে । সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে মনে করা হচ্ছে।রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।