আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির

0
6

আইসিসি একদিনের ক্রিকেটে ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ উন্নতি বিরাট কোহলির। বাংলাদেশ-শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সুবাদে একদিনের র‍্যাঙ্কিং-এ বিরাট উন্নতি কোহলির। সদ‍্য প্রকাশিত আইসিসি ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এ চার ধাপ উপরে উঠে চতুর্থ স্থানে তিনি।

সদ‍্য যে আইসিসি যে একদিনের ক্রিকেটে ব‍্যাটার‍দের র‍্যাঙ্কিং-এর তালিকা প্রকাশ করেছে, সেখানে শীর্ষে রয়েছেন বাবর আজম। তাঁর পয়েন্ট সংখ‍্যা ৮৮৭। দ্বিতীয় স্থানে রয়েছেন রসি ভান ডার ডুসেন। তাঁর পয়েন্ট সংখ্যা ৭৬৬। তৃতীয় স্থানে ৭৫৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক। আর চতুর্থ স্থানে ৭৫০ পয়েন্ট নিয়ে বিরাট কোহলি। ক্রমতালিকায় উন্নতি হয়েছে শুভমন গিলেরও। ১০ ধাপ উপর উঠেছেন তিনি। ২৬তম স্থানে রয়েছেন শুভমন।

একদিনের ক্রিকেটে বোলারদের মধ্যে বিরাট উন্নতি হয়েছে মহম্মদ সিরাজের। ১৫ ধাপ উন্নতি হয়েছে তাঁর। বোলারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। প্রথম ১০-এ তিনিই এক মাত্র ভারতীয়। শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে জস হেজলউড।