ফের লাইনে কাজ, আগামিকাল থেকে ৪দিন শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

0
5

ফের লাইনে কাজের জেরে সাময়িক ভাবে বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)। সপ্তাহ শেষে শুক্রবার থেকে টানা চারদিন পূর্ব রেলের শিয়ালদহ (Sealdah) শাখায় বাতিল করা হল একাধিক লোকাল ট্রেন। শিয়ালদহ শাখায় মেন লাইন ও বনগাঁ লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে পূর্বরেল। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত এই অবস্থা চলবে। মেরামতি কাজের জেরে মেইন লাইনেই বেশি ট্রেন বাতিল করা হয়েছে। এর জেরে স্বাভাবিক ভাবেই প্রবল সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের।

চলতি সপ্তাহেই ফের একবার সেই পরিস্থিতির মুখোমুখি হতে চলেছেন যাত্রীরা। শুক্র, শনি, রবি ও সোমবার শিয়ালদহের একাধিক শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের তরফে জানানো হয়েছে, একদিকে টিটাগড় স্টেশনে মেরামতির কাজের জন্য শিয়ালদহ-রানাঘাট শাখার একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। অন্যদিকে, দত্তপুকুর স্টেশনে কাজের জেরে বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার একাধিক লোকাল ট্রেন।

শনিবার থেকে সোমবার অর্থাৎ ২১, ২২ ও ২৩ জানুয়ারি ৩৩৬১২ ডাউন দত্তপুকুর- শিয়ালদহ লোকাল দত্তপুকুরের বদলে বামনগাছি স্টেশন থেকে ছাড়বে। মঙ্গলবার ২৪ জানুয়ারি থেকে লোকাল ট্রেন পরিষেবা ফের স্বাভাবিক হবে।