কলকাতা পুলিশের (Kolkata Police) ইনসপেক্টর প্রশান্ত মজুমদারের (Prasanta Majumder) বাড়িতে তল্লাশি চালালো রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার সন্ধেয় দুর্নীতি দমন আধিকারিকরা আচমকাই হানা দেন বিরাটির নীলাচলে তাঁর বাড়িতে। রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র।
প্রশান্ত মজুমদার আগে হরিদেবপুর থানায় ছিলেন। পরে হেস্টিংস থানায় ওসি হিসেবে কাজ করেন। এখন তিনি কলকাতার ট্রাফিক পুলিশে কর্তব্যরত। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে প্রশান্তর বাড়িতেও আগে তল্লাশি চালানোর প্রচেষ্টা চালানো হয়।
অভিযোগ, মাস দেড়েক আগে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গেলে বাধা দেওয়া হয় আধিকারিকদের। সেই সময় পুলিশের কাছে কোর্ট অর্ডার ছিল না। মঙ্গলবার, আদালতের নির্দেশনামা নিয়েই আধিকারিকরা তল্লাশি চালাতে যান।
দুর্নীতি দমন শাখার ৬ আধিকারিক এই দলে ছিলেন। প্রশান্তর বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।








































































































































