হাইপ্রোফাইল হাতেখড়ি! সরস্বতীপুজোয় ‘অ-আ-ক-খ’ লিখবেন রাজ্যপাল, সাক্ষী মুখ্যমন্ত্রী

0
4

এবার সরস্বতীপুজোয় এক অভিনব হাতেখড়ির সাক্ষী হতে চলেছে বাংলা। রাজ্যের সাংবিধানিক প্রধান ‘অ-আ-ক-খ’ লিখবেন ২৬ জানুয়ারি। বুধবার, রাজভবনের তরফে জানানো হয়েছে, ২৬ জানুয়ারি বিকেল ৫টায় রাজভবনের ‘ইস্ট লন’-এ বাংলার হাতেখড়ি হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Cv Ananda Bose)। উপস্থিতি থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

তাঁর নামের সঙ্গেই জড়িয়ে আছে বাংলার পদবি। রাজ্যপাল জানিয়েছিলেন, বাবা সুভাষচন্দ্র বসুর ভক্ত ছিলেন বলেই তাঁর নামের সঙ্গে ‘বোস’ জুড়েছে। রাজ্যপাল পদের দায়িত্ব পাওয়ার পরেই আনন্দ বোস বলেছিলেন, প্রতিদিন একটি করে নতুন বাংলা শব্দ শিখবেন। তারপর বাংলাতেই রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। এবার সেই রাজ্যপালের বাংলা ভাষায় হাতেখড়ি হতে চলেছে।

তবে শুধু অক্ষর জ্ঞানেই থেমে থাকতে রাজি নন সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন, বাংলা ভাষায় বই লিখতে চান। রবীন্দ্র অনুরাগী রাজ্যপাল ‘কাবুলিওয়ালা’ পড়েছেন। মিনির চরিত্র তাঁর মনে দাগ কেটেছিল বলে জানিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। বাংলার অনেক সাহিত্যের অনুবাদ পড়ছেন তিনি। তবে এবার বাংলা শিখে বাংলা ভাষায় সাহিত্য পড়ার এবং নিজের বই লেখার ইচ্ছে আনন্দ বোসের।

বাগদেবীর আরাধনার দিন বাংলার ঘরে ঘরে হাতেখড়ি দেওয়ার রীতি বহু প্রাচীন। তবে, এর আগে রাজ্যে এমন হাই প্রোফাইল হাতে ঘড়ি দেখা যায়নি বলেই মত সকলের।

আরও পড়ুন- শুভমনের ডবল সেঞ্চুরি, প্রথম একদিনের ম্যাচে কিইয়িদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ভারতের