ফের আইনি নোটিশ গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে। সম্প্রতি, উত্তর ২৪ বনগাঁয় একটি একটি সভা থেকে শুভেন্দু নজিরবিহীনভাবে আক্রমণ করেন শাসক দল তৃণমূলের নেতানেত্রীদের। স্বভাবসিদ্ধভাবে তখনই সুর চড়িয়ে তিনি বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় নাম নিয়ে কুৎসা ও মিথ্যাচার করেন। চেয়ারম্যান নাকি মেয়ের জন্মদিনে ৫০ লক্ষ টাকা খরচ করেছেন! দাবি করেছিলেন দলবদলু বিজেপি নেতা।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। আইনি নোটিশ পাঠালেন বহরমপুর পুরসভার চেয়ারম্যানের।
৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। সম্মানহানির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৫০ লক্ষ টাকা।








































































































































