হঠাৎ নবান্নে হাজির সৌরভ! মুখ্যমন্ত্রীর সঙ্গে ২০ মিনিট আলোচনা

0
12

সাগরদিঘি থেকে এসএসকেএম- সোমবার দিনভর ব্যস্ত কর্মসূচি মুখ্যমন্ত্রীর। তার মধ্যে বিকেল চারটে নাগাদ নবান্নে হাজির BCCI-র প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। হঠাৎই নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে যান মহারাজ। প্রায় ২০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। তবে, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে- তা নিয়ে কোনও পক্ষই সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দেননি।

সোমবার সকালে জেলা সফরে যান মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক সভা করেন তিনি। বিকেলে SSKM-এর ৬৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতার। কিন্তু তার মধ্যেই সাগরদিঘি থেকে কলকাতায় ফিরে নবান্নে প্রাক্তন বিসিসিআই সভাপতির সঙ্গে দেখা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিকেল ৪টে নাগাদ নবান্নে পৌঁছন মহারাজ। ৪টে ২০ মিনিট নাগাদ বেরিয়ে আসেন। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়? সূত্রের খবর, এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ। ব্যক্তিগত কারণেই দেখা করতে গিয়েছিলেন বলে শুধু জানান।

সাক্ষাতের কারণ স্পষ্ট না হওয়ায় ফের জল্পনা শুরু হয়েছে। তাহলে কি এবার রাজনীতিতে যোগ দিচ্ছেন মহারাজ? এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগেও তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা হয়। মহারাজের বাড়িতে নৈশভোজে হাজির হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। জল্পনা ছড়ায়, বিজেপিতে নাম লেখাতে চলেছেন সৌরভ! যদিও রাজনীতি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন তিনি। তবে, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে একাধিক অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন মহারাজ। তাঁকে বিসিসিআই-এর সভাপতি থেকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, এবার নবান্নে মমতা-সৌরভ সাক্ষাৎই নিয়ে ফের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।