মহিলার অস্বাভাবিক মৃ*ত্যুকে কেন্দ্র করে হরিদেবপুরে ব্যাপক উত্তেজনা, আটক ৩

0
12

মাঝ বয়সী এক মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতার হরিদেবপুর (Haridevpur) এলাকায়। মৃতের নাম লক্ষ্মীরানি সাউ। বয়স ৪৫ বছর। আজ, সোমবার অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। মহিলাকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ওই মহিলার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে হরিদেবপুর থানার পুলিশ জানতে পারে মহিলা ও তাঁর স্বামী মিলে এলাকায় ২০ বছরেরও বেশি সময় ধরে একটি মুদিখানার দোকান (Grocery Shop) চালাতেন। সম্প্রতি সেটি মেরামত করার প্রয়োজন হলে সেই কাজে হাত লাগান ওই দম্পতি। কিন্তু তা নিয়ে আপত্তি করছিলেন আশেপাশের ফ্ল্যাটের কিছু বাসিন্দা। এই সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই ওই মহিলার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

লক্ষ্মীরানি সাউয়ের দেহ ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ৩ জনকে ইতিমধ্যেই আটক করেছে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ (Interrogation) করা হচ্ছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।